বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৬৪ জেলায় ১৭ হাজার ৩০০ মেট্রিক টন চাল ও ২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
আজ বুধবার (২৭জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দিয়ে আদেশ জারি করা হয়।
ছয়টি বিশেষ ও ২৬টি ‘এ’ ক্যাটাগরিসহ ৩২ জেলার প্রতিটির জন্য ৩০০ টন করে মোট ৯ হাজার ৬০০ টন চাল ও ৫ লাখ টাকা করে মোট এক কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
২৬টি ‘বি’ ক্যাটাগরি জেলার প্রতিটির জন্য ২৫০ টন করে মোট ৬ হাজার ৫০০ টন চাল এবং ৪ লাখ টাকা করে মোট এক কোটি ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ছয়টি ‘সি’ ক্যাটাগরি জেলার প্রতিটির জন্য ২০০ টন করে মোট এক হাজার ২০০ টন চাল এবং সাড়ে তিন লাখ টাকা করে মোট ২১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দ করা চাল এবং টাকা বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অন্য কাজে এ বরাদ্দ বিতরণ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
Posted ৯:৪৯ অপরাহ্ণ | বুধবার, ২৭ জুলাই ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD