দুর্নীতি
তৃষা মাহমুদ
দুর্নীতি দুর্নীতি
দুর্নীতি সবখানে
দুর্নীতি দেখো স্থান নিয়েছে
মানুষের প্রাণে।
স্কুল কলেজ ও সব ধরনের
শিক্ষা-প্রতিষ্ঠানে…
মানুষ দুর্নীতিতে জড়িয়ে গেছে
অর্থের টানে।
ঘুষ দিয়ে চাকরী নিচ্ছে
তাই দেখছেনা নীতি
টাকা উসুল করতেই হবে
তাই করছে দুর্নীতি।
মূল্যেবোধ যে হারিয়ে যাচ্ছে
এখন রোজ রোজ,
তবুও তো এখনও নীতির
করছে না কেউ খোঁজ।
তাইতো বলি ও ভাইয়েরা
এখনও সাবধান হও।
নচেৎ দেশটা ধ্বংস হবে
তোমরা কি তা চাও।
তাইতো বলি শপথ নাও
করবে দুর্নীতি ধ্বংস
তবেই তো পূর্ণ হবে
স্বাধীন দেশের স্বপ্ন।
Posted ১২:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD