দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, এ্যাওয়ার্ড ও চেক প্রদান অনুষ্ঠান ১৭ই মে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিআরডিবি হলরুমে কাবের সভাপতি সুদেব কুমার কু-ুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ব বিভাগের অধ্যাপক ড. এফ.এম আমিনুজ্জামান রিপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা গৌতম কুমার বসাক, সহসভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এরশাদ মহলদার, পর্যটন সম্পাদক আনোয়ারুল ইসলাম লিটন, আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, সাবেক সভাপতি সুলতান মহলদার, স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার দাস, আলাউদ্দিন ফকির, মাসুদ পারভেজ, হাসান আশকারী, সদস্য সোহানুর রহমান সোহাগ, ছাইদুর ইসলাম, মুরাদ হোসেন, শামছুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হতে ২০২১সালের এসএসসি পরীক্ষায় মাধ্যমিক শাখায় রাজশাহী শিক্ষা বোর্ডে মেধাবৃত্তি তালিকায় নবম স্থান এবং বগুড়া জেলায় প্রথম স্থান অর্জনকারী আবু সাঈদকে সংবর্ধনা ও বিশ্ববিদ্যালয় কাবের এ্যাওয়ার্ড, সনদপত্র ও ১০হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে কাবের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মে ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD