দুপচাঁচিয়া পৌর এলাকার ইমাম মোয়াজ্জিন সমিতির আয়োজনে পৌর এলাকার ইমাম মোয়াজ্জিনদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বুধবার সকালে উপজেলা প্রশাসন জামে মসজিদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ তাজুল ইসলামের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, ইসলামিক ফাউন্ডেশন বগুড়া এর ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ আব্দুর নুর প্রমুখ।
সভায় বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়ে, মাদক, ইভটিজিং সহ সমাজের সকল অনৈতিক কাজ থেকে মানুষকে দূরে রাখতে ইমাম মোয়াজ্জিনদের ভূমিকার প্রশংসা করে তা আরও ত্বরান্বিত করার আহবান জানান।
শেষে দক্ষিন জয়পুরপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন আকবর আলীর মৃত্যুতে সমিতির পক্ষ থেকে তার জমাকৃত এবং জমাকৃত টাকার দ্বিগুন মোট ১১হাজার ৫’শ ২০টাকা মরহুম আকবর আলীর ছেলের হাতে প্রদান করা হয়।
Posted ৯:৩৩ অপরাহ্ণ | বুধবার, ৩০ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura