পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে ভিজিএফএর চাল বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে পৌরসভা চত্বরে ১নং প্যানেল মেয়র ইদ্রিস আলী এ চাল বিতরনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, আকরাম হোসেন, আব্দুস সালাম আলম সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিন পৌর এলাকার ১,২ ও ৩নং ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হয়।
আজ বুধবার ৪,৫,৬ এবং বৃহস্পতিবার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হবে। এবার পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪হাজার ৬’শ ২১জনের মাঝে ১০কেজি করে মোট ৪৬.২১০ মেঃটন চাল বিতরণ করা হবে।
Posted ৫:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD