দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭মার্চ রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান ১৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জুয়া খেলার অভিযোগে শফিকুল ইসলাম শফি(৪৮), গোলাম মোস্তফা(৪৫), সানোয়ার হোসেন জামাল(৩৮), সোহেল(৫০), আব্দুল জলিল(৩৫), মিঠু প্রাং(৩০), আব্দুল খালেক(৩৩)।
মাদক মামলায় সোহেল রানা সুমন(৩৫), দিলবর প্রাং(৪০), শামীম প্রাং(২৪), শাকিল মন্ডল(২২), কুদ্দুস ফকির(৪০), সামছুদ্দিন মন্ডল সিহাব(২৩) এবং ওয়ারেন্টমূলে রফিকুল ইসলাম(৩৪), রাসেল আহম্মেদ(২১)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিভিন্ন অভিযোগে ১৫জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৭:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura