দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বদলী জণিত থানার বিদায়ী অফিসার ইনচার্জ(ওসি) হাসান আলীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে ১৪ই ফেব্রয়ারি সোমবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ এর পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ওসি হাসান আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহসভাপতি আখতারুজ্জামান তুহিন, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সদস্য আজিজুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি কামরুল হাসান লিটন, যুগ্ম সম্পাদক এম,ডি শিমুল, দপ্তর সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সদস্য বাহারাম আলী, খাইরুল ইসলাম দেওয়ান, আলাল হোসাইন প্রমুখ।
আলোচনা শেষে ক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ওসি হাসান আলী আগামিকাল মঙ্গলবার বগুড়ার নন্দীগ্রাম থানায় যোগদান করবেন।
Posted ৮:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura