দুপচাঁচিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ২০শে ফেব্রুয়ারি রোববার বিকালে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কালাম আজাদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, এসআই শাহজাহান আলী, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শহীদুর রহমান, সহসাধারণ সম্পাদক এম,ডি শিমুল, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সদস্য আজিজুল হক, আলাল হোসাইন, প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রচার সম্পাদক আবু রায়হান চৌধুরী, সহপ্রচার সম্পাদক আবু রায়হান প্রামানিক, সদস্য বাহারাম আলী, খাইরুল ইসলাম দেওয়ান প্রমুখ।
মতবিনিয় শেষে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নবাগত অফিসার ইনচার্জ তাঁর বক্তব্যে বলেন, মাদক, জুয়া ও পুতুল ব্যবসা সহ সকলপ্রকার অনৈতিক কর্মকান্ড দমনে দুপচাঁচিয়া থানা পুলিশ সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবে। কোনো ভাবেই কোনো প্রকার অপরাধমূলক কর্মকান্ড এ থানা এলাকায় চলবে না। এ ক্ষেত্রে তিনি সাংবাদিক সহ সকল শ্রেণি পেশা মানুষের সহযোগিতা কামনা করেছেন।
Posted ৮:২৫ অপরাহ্ণ | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD