বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা চাউল কল মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ১১ডিসেম্বর শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। সমিতির ২২টি পদের মধ্যে ইতিমধ্যে সভাপতি সহ ১৯টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাঁকী সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন করে মোট ছয়জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস(১১৬) ভোট, কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব গোলাম রব্বানী(৯৯) ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ্ব দেলোয়ার হোসেন(১৫৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ইতিপূর্বে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন সভাপতি পদে আলহাজ্ব মোবারক আলী, সহসভাপতি আলহাজ্ব এসএম কায়কোবাদ, আলহাজ্ব মোশারফ হোসেন জুয়েল, আলহাজ্ব আক্কাছ আলী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, আলহাজ্ব আবুল খায়ের, দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার, ক্রীড়া সম্পাদক আলহাজ্ব হেলাল উদ্দিন, ধর্মীয় সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, কার্যনির্বাহী সদস্য পদে আলহাজ্ব সামছুল হক, আলহাজ্ব জমির উদ্দিন, মোসলেম উদ্দিন, আশরাফ আলী, সামসুজোহা, মেহেরুল ইসলাম, আব্দুল কাদের, শাখাওয়াত হোসেন ভুট্টু, আতোয়ার হোসেন ও আলহাজ্ব আক্কাছ আলী।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ভাটাহার দাখিল মাদ্রাসার শিক্ষক রব্বানী। তিনি জানান, ৩টি পদে সকাল ৯.৩০টা হতে বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহন করা হয়। সমিতির ২’শ ৩জন ভোটারের মধ্যে ১’শ ৮৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সহকারী প্রিসাডিং অফিনারের দায়িত্ব পালন করেন তালুচ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্ববায়ক ও সমিতির সদস্য আলহাজ্ব গাজিউর রহমান, সহকারি কমিসনারের দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটি ও সমিতির সদস্য আজিজুর রহমান, আমজাদ হোসেন ও সামছুল হক।
Posted ৬:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura