বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এনকে আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান আঙ্গুরের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে্ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আব্দুল করিম, প্রচার সম্পাদক রতন আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিস ফকির, সদস্য মতিউর রহমান, দুপচাঁচিয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল হাকিম মন্ডল, যুগ্ম আহবায়ক নাঈমুর রহমান জিহাদ, সদস্য মূসা প্রাং, মেহেদী হাসান, তালোড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক উপেন চন্দ্র দাস, গুনাহার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মানিক প্রাং।
আরও বক্তব্য রাখেন, জিয়ানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সনি, চামরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক শেখ রিপন আলী, তালোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আলতাফ আলী, দুপচাঁচিয়া পৌর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাসান আলী, বঙ্গবন্ধু গবেষণা স্মৃতি পরিষদের সভাপতি হাসান শাহরিয়ার শাওন, ছাত্রলীগ নেতা সোলায়মান প্রাং সৌরভ প্রমুখ।
বর্ধিত সভায় আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচিত করতে স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীদের করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Posted ১০:০৯ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud