বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দুপচাঁচিয়া উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান তালুকদার মুকুল(৭২) বার্ধক্যজণিত কারণে ২২শে জানোয়ারি শনিবার দুপুর ২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
তিনি দুপচাঁচিয়া পৌর এলাকার মন্ডলপাড়া মহল্লার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, মেয়ে জামাই, নাতী-নাতনী, সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ আসর ডিএস ফাজিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও দাঁড়িয়ে একমিনিট নীরতবা পালন শেষে সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মোঃ হাসনাত মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পন করেন।
বাদ মাগরিব ডিএস মাদ্রাসা মাঠে প্রথম জানাজার নামাজ ও বাদ এশা তাঁর গ্রামের বাড়ি পৌর এলাকার ডিমশহর মহল্লায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, এনামুল হক রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদসহ সকল সদস্যবৃন্দ,ও সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
Posted ৮:৪২ অপরাহ্ণ | শনিবার, ২২ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura