রবিবার ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি   রবিবার, ০৬ নভেম্বর ২০২২
200 বার পঠিত
দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও কেক কর্তনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৬নভেম্বর রোববার সকালে ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আজিজুল হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শামীমা আক্তার মুক্তা, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এমপি’র প্রতিনিধি এসএম সাহিদ, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, আলহাজ্ব মেহেরুল ইসলাম, নূর মোহাম্মাদ আবু তাহের, আলহাজ্ব শাজাহান আলী, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা মহসীন আলী, ক্লাবের সহসভাপতি আলহাজ্ব কামরুল হাসান লিটন, শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, যুগ্ম সম্পাদক এমডি শিমুল, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, দপ্তর সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, প্রচার সম্পাদক আবু রায়হান চৌধুরী, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সদস্য বাহারাম আলী, খাইরুল ইসলাম দেওয়ান, আলাল হোসাইন, আরিফুর রহমান প্রমুখ।

সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।


সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। তাই তাদের লেখা সংবাদে দেশ ও জাতি যেন উপকৃত হয় এটিই তিনি প্রত্যাশা করেন। নেতিবাচক সংবাদ পরিবেশনের পাশাপাশি গঠনমূলক ইতিবাচক সংবাদ পরিবেশনে সাংবাদিকদের গুরুত্ব দিতে হবে।

প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, বর্তমান ডিজিটাল যুগ। অহরহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান জনের পাঠানো সংবাদ পাঠক পড়ছেন। কিন্তু প্রকৃত সাংবাদিকদের করনীয় বস্তু নিষ্ঠ, তথ্য নির্ভর ও সৃষ্টিশীল ব্যতিক্রমী সংবাদ পরিবেশন করা। এ ধরনের সংবাদ পরিবেশনে একজন প্রকৃত সাংবাদিকের পরিচয় যেমন ফুটে উঠে তেমনি পাঠক ওই সংবাদ পড়ে নতুন নতুন অনেক কিছু জানতে পারেন।


Facebook Comments Box

Posted ৭:২৬ অপরাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!