দুপচাঁচিয়া আজিজিয়া আশরাফিয়া রক্তদান সংস্থার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ৯ জানুয়ারি শনিবার বিকালে চামরুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ হাসান আলী। এ উপলক্ষে এক আলোচনা সভা সংস্থার সভাপতি এম, আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন চামরুল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান আলী, ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, দুপচাঁচিয়া থানার এসআই আব্দুস সালাম, খোরশেদ আলম, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাগর, চামরুল ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আজমল হোসেন আজম, গুনাহার ইউনিন আ’লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন চৌধুরী লিখন, সংস্থার গ্রুপ পরিচালক মশিউর রহমান প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ তামান্না ইয়াসমিন আঁখি ও ডেন্টিস সাহেদ খন্দকার। এ দিন এলাকার ৩ শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। শেষে এলাকার প্রায় শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
Posted ৬:৩২ অপরাহ্ণ | শনিবার, ০৯ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD