র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২) গত রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দুপচাঁচিয়ার চৌমুহনী বাজার এলাকা থেকে ৩০০পিচ ইয়াবাসহ এনামুল হক(২৮) নামের এক যুবককে আটক করে দুপচাঁচিয়া থানায় সোর্পদ করেছে। এনামুল হক উপজেলার বেলাইল দক্ষিণপাড়া গ্রামের বাবলু প্রামাণিকের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আলী জানান, রবিবার রাতে র্যাব-১২ বগুড়ার পক্ষ থেকে থানায় ওই যুবকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী এনামুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৪:৪১ অপরাহ্ণ | সোমবার, ১৮ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD