র্যাব-১২ বগুড়ার একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপচাঁচিয়ার জিয়ানগর বাজার এলাকা থেকে গত বুধবার রাতে ৫প্যাকেট হিরোইন ওজন(৫গ্রাম) সহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যাবসায়ী উপজেলার জিয়ানগর সোনারপাড়া গ্রামের তয়েজ উদ্দিনের ছেলে পারভেজ ইসলাম(২০)।২৩তারিখে র্যাব-১২ গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ীকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় র্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানীর ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, র্যাবের হাতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৯:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura