বগুড়ার দুপচাঁচিয়ায় হাড়কাঁপানো শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। আলু ও সরিষার ক্ষেত আছে এমন জমি ছাড়া প্রায় পতিত জমির আইল কাটা, হালচাষ সহ বোরো ধানের চারা রোপনের প্রস্তুতি নিচ্ছেন তারা।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবার এ উপজেলায় ১২হাজার ৫’শ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বীজতলায় চারা প্রস্তুত করা হয়েছে ৬’শ ৫০ হেক্টর জমিতে। ইতিমধ্যে ৫’শ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপন করা হয়েছে।
উপজেলার গাড়ি বেলঘরিয়া গ্রামের বোরো চাষী জবিবর রহমান বলেন, তাঁদের মাঠে আলু ও সরিষার চাষ তুলনামূলক কম হয়। এ জন্য ওই মাঠে প্রায় ৭০ভাগ জমিতে বোরো ধানের চারা রোপন করা হয়েছে। তিনিও এ হাড়কাঁপানো শীতের মধ্যেই প্রায় ৮বিঘা জমি রোপন করেছেন।
অপর বোরো চাষী উপজেলার ফেঁপিড়া গ্রামের শ্রী চরণ দাস বলেন, আলু ও সরিষা নেই এ ধরনের প্রায় ৩বিঘা জমি ইতি মধ্যেই রোপন করেছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম জানান, এ উপজেলায় আলু ও সরিষার ক্ষেত থাকায় বোরো ধানের চারা রোপনে কিছুটা দেরি হয়। এ ফসলগুলো ঘরে তোলার পর বোরো ধানের চারা রোপন শেষ করতে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে।
Posted ৬:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD