দুপচাঁচিয়ায় চাতাল ব্যবসায়ী মাজেদ আলী খান(৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মাজেদ আলী উপজেলার কাথহালী গ্রামের মৃত মল্লিক উদ্দিন খানের ছেলে ও সাংবাদিক মঈন খানের বড় ভাই। ২৩ মার্চ বুধবার সকালে দুপচাঁচিয়া-ক্ষেতলাল সড়কের কাথহালী গ্রাম সংলগ্ন পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে মাজেদ আলী রাস্তা দিয়ে হাটাহাটির সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। এসময় মোটরসাইকেল চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বেলা ১১টায় মারা যান।
Posted ৯:০২ অপরাহ্ণ | বুধবার, ২৩ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura