দুপচাঁচিয়া উপজেলায় ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৭ই এপ্রিল বৃহস্পতিবার সকালে পৌরসভার হলরুমে প্রধান অতিথি হিসাবে পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং প্যানেল মেয়র ইদ্রিস আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, আকরাম হোসেন, রেজানুর তালুকদার, পৌরসভার উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খান প্রমুখ।
৭এপ্রিল থেকে শুরু করে আগামী ৬জুন পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার ২টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।
Posted ৫:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD