বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার সাময়িক বরাখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম স্বপদে বহাল হলেন। আজ রোববার তিনি পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে পৌরসভার হল রুমে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক আহম্মদ আলী ও সমাজসেবক হাফিজার রহমান মাস্টার।
এসময় পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, আশরাফুজ্জামান সাগর, আব্দুস সালাম আলম, আকরাম হোসেন, রেজানুর তালুকদার রাজিব, ইউনুছ আলী মহলদার মানিক, আবু বক্কর ছিদ্দিক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, নিপা বেগম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে পৌর মেয়র জাহাগাঙ্গীর আলম উচ্চ আদালতের রায়ে দায়িত্বভার ফিরে পাওয়ায় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগণের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রসঙ্গতঃ দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দু’টি ফৌজদারী মামলার চার্জশিটের বিষয় উল্লেখ করে স্থানীয় সরকার গত বছরের ২৭ অক্টোবর মেয়র পদ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করে। এ আদেশের বিরুদ্ধে জাহাঙ্গীর আলম উচ্চ আদালতে আবেদন করলে গত ২৫ নভেম্বর বৃহস্পতিবার উচ্চ আদালতের রায়ে জাহাঙ্গীর আলমের সাময়িক বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করে তাঁকে মেয়র পদে স্বপদে বহাল রাখার নির্দেশ দেন।
Posted ৬:২২ অপরাহ্ণ | রবিবার, ২৮ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura