দুপচাঁচিয়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা গত বুধবার উদযাপিত হয়েছে। কোজাগরী পূর্ণিমা তিথিতে এ পূজা হয় বলে একে কোজাগরী লক্ষ্মীপূজা বলা হয়ে থাকে। শাস্ত্রমতে দেবী লক্ষ্মী ধন-সম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক।
দুপচাঁচিয়ার বিভিন্ন এলাকায় দেবীলক্ষ্মীর মূর্তি পূজা হলেও হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন বাড়িতে ঘটপূজা করে থাকেন। উপজেলার তালোড়ায় স্বর্গীয় নরঙ্গী লাল পোদ্দারের মালিকানাধীন লক্ষ্মীপূজা মন্ডপে কথা হয় দিলীপ পোদ্দারের সঙ্গে। তিনি জানান, হিন্দু ধর্মালম্বীর নারী-পুরুষ এ পূজা উপলক্ষে দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকেন। তাদের বিশ্বাস দেবী সন্তুষ্ট হলে তারা সুখী সমৃদ্ধি জীবন লাভ করবেন। পুরোহিত অমিয় মৈত্র বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭.৩৪মিনিট হতে বুধবার রাত ৮.১৪মিনিট পর্যন্ত লক্ষ্মীপূজার তিথিক্ষণ বিরাজমান। তবে সন্ধ্যার সময় পূজায় আনন্দঘণ পরিবেশ বিরাজ করে ও ভক্তদের সমাগম ভালো হয়।
Posted ৮:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura