দুপচাঁচিয়ায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে একটি ক্লিনিক সীলগালাসহ ৯৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ ২৮শে মে শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী মেইল বাসস্ট্যান্ড ধাপহাট রাস্তায় নাহার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল এ্যাডমিনিস্ট্রেশন ল্যাবরেটরী ও বেসরকারি ক্লিনিক নিয়ন্ত্রন আইন ৮২ এর ১৩ধারায় ৫হাজার টাকা জরিমানা সহ ক্লিনিকটি বন্ধ ঘোষণা করে সীলগালা করেন এবং মেইল বাসস্ট্যান্ডে অবস্থিত সবুজ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার আইনে ৫৩ ধারায় ৪০হাজার টাকা এবং মেডিকেল প্রাকটিসোনাশ আইনে ৫হাজার টাকা জরিমানা, আরিফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার আইনে ৪০হাজার টাকা জরিমানা এবং দুপচাঁচিয়া নার্সিং হোম এন্ড ডায়গনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার আইনে ৮হাজার টাকা সহ মোট ৯৮হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডাঃ মমিনুল হক, মেডিকেল অফিসার ডাঃ আতিকুজ্জামান সৈকত, ডাঃ মিল্টন সরদার, ডাঃ রাফিউল হক, ডাঃ গালিভ খান, এসআই মোসাদ্দেক, স্যানিটারী ইন্সপেক্টর মমতা রানী প্রমুখ।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৮ মে ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD