দুপচাঁচিয়া উপজেলাতে বিগত দিনে নাশকতা সৃষ্টির মুল হোতা সাবেক মেয়র বেলাল হোসেনের ইন্ধনে আওয়ামীলীগ ও যুবলীগনেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা যুবলীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি শনিবার বিকালে সিও অফিস বাসস্ট্যান্ডে উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাকিল খানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, আ’লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তার, আ’লীগ শাহীদুর রহমান কয়েন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান সাগর, পৌর কাউন্সিলর আকরাম হোসেন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম আলম, মিজানুর রহমান মিজু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, আবু রায়হান চৌধুরী, হানিফ হোসেন ডলার, সাংগঠনিক সম্পাদক মহসীন মিলন, সোহেল রানা, পৌর যুবলীগের সভাপতি রতন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার সূধী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশ শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়। শেষে বেলাল হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়। সভায় বক্তারা আওয়ামীলীগে অনুপ্রবেশকারী সাবেক বিএনপি নেতা নাশকতার পরিকল্পনাকারী বেলালকে দল থেকে বাদ দেয়ার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন নেতৃবৃন্দের নিকট দাবী জানান।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD