দুপচাঁচিয়ায় ধোকরকোলা প্রগতি সংঘের আয়োজনে মেয়র ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫জানুয়ারি সন্ধ্যায় ডাকবাংলো মাঠে এ খেলায় দুপচাঁচিয়া থানা ২-০ গেমে তালোড়া রনি স্পোটিং কাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে এক পুরস্কার বিতরনী সভা সংঘের ভারপ্রাপ্ত সভাপতি সূজা সাখিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম,ডি শিমুল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, সদস্য আজিজুল হক, সংঘের উপদেষ্টা গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরকার, দুপচাঁচিয়া ফুটবল একাডেমীর সভাপতি মাহমুদুল হক শিপন, মীম পেক্সের মার্কেটিং অফিসার লাভলুল হক, বাইটার এর এরিয়া ম্যানেজার সাইদুর রহমান, সংঘের সহসাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ গুলজার হোসেন শেখ, ক্রীড়া সম্পাদক কবির আহম্মেদ সাবু সহ সংঘের সকল সদস্যবৃন্দ।
খেলা পরিচালনা করেন সংঘের সদস্য মঈন খান ও আবু তাহের। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে খাসি ও রাজ হাঁস তুলে দেন।
Posted ৭:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৬ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD