দুপচাঁচিয়ায় নাগরনদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক বালু উত্তোলনকারী বেলাল হোসেনের ১লাখ টাকা জরিমানা এবং উত্তোলনকৃত বালু নিলামে বিক্রয়ের মাধ্যমে ১লাখ টাকা সহ মোট ২লাখ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
১৯ই মে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবু সালেহ মোঃ হাসনাত, চামরুল ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, থানার এসআই এরশাদ সহ সঙ্গীয় ফোর্স।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী জানান, নাগরনদ থেকে অবৈধবাভে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনকারী বেলাল হোসেনের এক লাখ টাকা জরিমানা ও উত্তোলনকৃত বালু তাৎক্ষনিক নিলামে বিক্রয় করে তার অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
Posted ৮:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD