বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি ছ’মিলের জরিমানা আদায় করেছেন। বৃহস্পতিবার দুপুরে সিও অফিস কাঁচাবাজার এলাকায় তারাপদ বসাকের ছ’মিলের ৫হাজার, আব্দুর রউফের দু’টি ছ’মিলের ২০হাজার ও বন বিভাগ এলাকায় মোজাহার আলীর ছ’মিলের ২হাজার টাকা সহ মোট ২৭হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
লাইসেন্সবিহীন ছ’মিল চালানোর অপরাধে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, নূর মোহাম্মদ আবু তাহের সহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
এছাড়াও এদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে সড়কের দু’পাশের অবৈধ দোকানীদের সড়কে দোকান না বসানোর জন্য নির্দেশ প্রদান করেন।
Posted ৮:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | Dupchanchia Correspondent