দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২১বছর পূর্তি ও ২২বছরে পদার্পন উপলক্ষে পত্রিকার দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধির আয়োজনে আলোচনা সভা ও কেক কর্তনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
২১জানুয়ারি শুক্রবার সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে পত্রিকার উপজেলা প্রতিনিধি এম.ডি শিমুলের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সস্পাদক আবু কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি কামরুল হাসান লিটন, আখতারুজ্জামান তুহিন, শহীদুর রহমান, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, প্রচার সম্পাদক আবু রায়হান চৌধুরী, সদস্য আজিজুল হক, খাইরুল ইসলাম দেওয়ান, আরিফুর রহমান প্রমুখ। পরে অতিথিবৃন্দ পত্রিকার বর্ষপূর্তির কেক কাটেন।
Posted ৮:১২ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD