ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং দাখিলার প্রয়োজনীয়তা সম্পর্কে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি, উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এর সহায়তায় ১২আগস্ট থেকে ১৬আগস্ট পর্যন্ত সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
এ উপলক্ষে ১২আগস্ট শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও ইউজিডিপি এর ইউডিএফ আশরাফ মাহমুদ এর পরিচালনায় প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক।
কোর্স সমন্বয়কের বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ। কর্মশালার প্রথমদিন বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি সহ ৩০জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
Posted ৯:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ১২ আগস্ট ২০২২
Alokito Bogura। Online Newspaper | Dupchanchia Correspondent