দুপচাঁচিয়ায় বড়নিলাহালী বেড়াগ্রাম কলেজের একাদ্বশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ৫মার্চ শনিবার দুপুরে কলেজ হলরুমে এক আলোচনা সভা কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক ফরহাদ আলী খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী সিরাজুল ইসলাম, অত্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মারুফ ইসলাম তালুকদার প্রিন্স।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়ানগর ইউনিয়ন আ’লীগ নেতা আয়েন উদ্দিন, ইউপি সদস্য শহীদুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য আবুল কাসেম তালুকদার মুকুল, জাপা নেতা দুলু তালুকদার, ব্যবসায়ী আজিজুল হক তালুকদার ঠান্ডা, প্রভাষক সেকেন্দার আলী, গোলাম রব্বানী, প্রদর্শক শফিকুল ইসলাম, শিক্ষার্থী রবিউল ইসলাম।
এসময় কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে কলেজের প্রতিষ্ঠা সভাপতি সাবেক এমপি মরহুম বীরমুক্তিযোদ্ধা হাসান আলী তালুকদারের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Posted ৭:৩৪ অপরাহ্ণ | শনিবার, ০৫ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura