দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বীরমুক্তিযোদ্ধা আন্তঃইউনিয়ন ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ১৮জুলাই সোমবার বিকালে দুপচাঁচিয়া সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুপচাঁচিয়া পৌরসভা ২-১গেমে গোবিন্দপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ইউএনও’র পিতা বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহম্মেদুর রহমান বিপ্লব, সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, ইউপি চেয়ারম্যানদের পক্ষে মোয়াজ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। এ টুর্ণামেন্টে ২টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন পরিষদের টিম অংশগ্রহণ করে।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৮ জুলাই ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD