বগুড়ার দুপচাঁচিয়ায় আজ রোববার দুপুর আড়াই টার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মা পাপিয়া সুলতানা(৩৮) ও মেয়ে সোনালী আক্তার(৬) এর মৃত্যু হয়েছে। নিহত পাপিয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আলোহালী গ্রামের ইউনুছ আলীর স্ত্রীএ
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরে পাপিয়া তার মেয়েকে নিয়ে বাথরুমে গোসল করতে যায়। এসময় বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। এসময় তার সঙ্গে থাকা মেয়েও বিদ্যুতায়িত হয়। আশপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে দুপচাঁচিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী বিদ্যুৎ স্পৃষ্টে মা ও মেয়ের মারা যাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকলে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।
Posted ৯:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud