দুপচাঁচিয়ায় বিজয় রক্তদান সংস্থার ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজয় রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মতিন এর সভাপতিত্বে ও উদয় বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক মোজাহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, বগুড়া হোমিও মেডিকেল কলেজ ও হাসাপাতালের অধ্যক্ষ ডাঃ এসএম মিল্লাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, উপজেলা বন কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজয় রক্তদান সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম জয়, দপ্তর সম্পাদক শানজাহার হোসেন সূর্য, দুপচাঁচিয়া শাখার সভাপতি নূরনবী মিলন, সাধারণ সম্পাদক সাব্বির তালুকদার প্রমুখ। এসময় বিজয় রক্তাদান সংস্থার কেন্দ্রীয় ও দুপচাঁচিয়া শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন এবং ২০বারের অধিক স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Posted ৭:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura