দুপচাঁচিয়ায় প্রগতি সংঘের আয়োজনে বিজয় দিবস মেয়র ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় ডাক বাংলো মাঠে প্রধান অতিথি হিসাবে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির।
এ উপলক্ষে আলোচনা সভা সংঘের ভারপ্রাপ্ত সভাপতি সূজা সাখিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম,ডি শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, প্যানেল মেয়র ইদ্রিস আলী, সেতু ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী ফেরদাউস আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত বন কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, সদস্য আজিজুল হক, পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাখের সেন্টু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সংঘের কার্যনির্বাহী সদস্য সহ অন্যান্য সদস্যবৃন্দ। উদ্বোধনী খেলায় দুপচাঁচিয়া সরদারপাড়া একাডেমীকে ২-১গেমে তালোড়া একাডেমী পরাজিত করেন।
খেলা পরিচালনা করেন সংঘের সদস্য মঈন খান। তাকে সহযোগিতা করেন সুলতান সাখিদার, রাকিব, আলামিন, সিয়াম, খোকন। টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে।
Posted ৮:২২ অপরাহ্ণ | বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD