দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সূবর্ণজয়ন্তী মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যদোয়ের সাথে সাথে ৫০বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচীর সূচনা করা হয়।
এর পরে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আ’লীগ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বিএনপি, উপজেলা প্রেসকাব সহ বিভিন্ন শিা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প থেকে স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পন করা হয়।
সকাল ৮টায় দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আলহাজ্ব নূরল ইসলাম তালুকদার,উপজেলা চেয়ারম্যান ফজলুল হক,ইউএনও মুহাঃ আবু তাহির, উপজেলা সহকারী কমিশনার(ভুমি)আবু সালেহ মোহাম্মদ হাসনাত, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গির আলম, থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদুর রহমান বিপ্লব,উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান সাধারন সম্পাদক এমদাদুল হক,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স,সাধারন সম্পাদক আবু কালাম আজাদ ব্যবসায়ী শাহীদুর রহমান কয়েন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক ও শিার্থীগণ।
দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের প থেকে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভার শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজয়ের সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় বিকেলে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনগণকে শপথ বাক্য পাঠ করিয়াছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানগুলোতে ধারাভাষ্য প্রদান করেন উপজেলা প্রেসকাবের সদস্য ও সাবেক ব্যাংকার আলহাজ্ব আজিজুল হক, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সুদেব কুন্ডু।
#
Posted ৬:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD