সুলতানগঞ্জ ছাত্রসমাজ ক্রিকেট ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ধাপসুলতানগঞ্জ হাট খেলার মাঠে তালোড়া পগুইল ডেনজার হিরো ক্লাব ২৫রানে ধাপসুলতানগঞ্জ ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে এক পুরস্কার বিতরনী সভা ক্লাবের সভাপতি মিন্টু খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান।
উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইশারত আলী প্রাং প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগ নেতা মামুনুর রশিদ মামুন, সদর ইউনিয়ন আ’লীগের সহসভাপতি হারুন-অর-রশীদ, সাধারণ সম্পাদক আফছার আলী, আ’লীগ নেতা আফজাল হোসেন আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এনকে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান আঙ্গুর, সাংগঠনিক সম্পাদক রহনী ইসলাম, সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক রতন আলী প্রাং, ধর্ম বিষয়ক সম্পাদক সুমন মুন্সি, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল হাকিম মন্ডল, যুগ্ম আহবায়ক নাঈমুর রহমান জিহাদ, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহীদ আকন্দ, সাধারণ সম্পাদক ওপেন চন্দ্র, সাবেক ছাত্র নেতা ফেরদৌস আলম, ব্যবসায়ী আজিজুল হক, সোহেল রানা, মেহেদী হাসান মুন্না প্রমুখ।
শেষে খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি খাসি ও রানার্স আপ দলকে একটি রাজ হাঁস প্রদান করেন। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ধাপসুলতানগঞ্জ হাট ক্রিকেট ক্লাবের খেলোয়ার মেহেদী হাসান মুন্না। খেলা পরিচালনা করেন আবু বক্কর ও আব্দুস সালাম।
Posted ৮:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৬ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud