২০২১-২২ অর্থবছরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পূনবার্সনে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২৬এপ্রিল মঙ্গলবার ভার্চুয়ালি ঈদ উপহারের জমির দলিল ও গৃহের কাগজপত্রাদি হস্তান্তরের উদ্বোধন করবেন।
এ উপলক্ষে ২৪ এপ্রিল রোববার সকালে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির তাঁর কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন।
এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসকাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি কামরুল হাসান লিটন, আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম,ডি শিমুল, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সদস্য আজিজুল হক, খাইরুল ইসলাম দেওয়ান প্রমুখ।
এ উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩৬জন ভূমিহীণ ও গৃহহীন পরিবারের মাঝে ২শতাংশ জমি ও ২লাখ ৬৪হাজার ৫’শ টাকা ব্যয়ে নির্মিত এ গৃহ উপহার হিসাবে আগামী ২৬এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর ভাচুয়ালি অনুষ্ঠান উপভোগ এবং জমি ও গৃহের কাগজপত্রাদি হস্তান্তর করা হবে।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২৪ এপ্রিল ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD