বগুড়ার দুপচাঁচিয়ায় আব্দুল মোমিন নামের দুই বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। নিহত মোমিন উপজেলার জিয়ানগর ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনাটি ঘটেছে ১৮ই মে বুধবার সকাল আনুমানিক সাড়ে ন’টার দিকে।
জিয়ানগর ইউপির সাবেক সদস্য কায়ছার আলী জানান, ঘটনারদিন সকালে মোমিনের পরিবারের লোকজন বোরো ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত ছিলেন। এসময় সকলের অগোচরে শিশু মোমিন বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে মোমিনকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন সাড়ে ১০টার দিকে মোমিনের লাশ পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দুপচাঁচিয়া থানার এসআই আলেফ উদ্দিন শিশু মোমিন পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Posted ৯:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৮ মে ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD