দর্শক নন্দিত মোহনা টেলিভিশনের ১৪বছরে পদার্পণ উপলক্ষে দুপচাঁচিয়ায় কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে শনিবার সকাল ১১টায় ফুড গার্ডেন রেস্তোরায় মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি আরএম লোটাসের সভাপতিত্বে ও প্রভাষক মতিউর রহমান দেওয়ান পলাশের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, শিক্ষক সিহাব শাহরিয়ার সুজন, দুপচাঁচিয়া নিউ মার্কেটের পরিচালক শাহীন আহমেদ প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।
Posted ৭:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia