দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে রিয়ান বাবু (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চামরুল ইউনিয়নের পাঁচথিতা গ্রামের মোহাম্মদ সবুজ এর ছেলে। আজ বুধবার বেলা ১১টায় এ ঘটনাটি ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০টায় রিয়ান তার বড় ভাই রিয়াদ বাবুর সাথে পুকুরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় রিয়াদ ব্যস্ত থাকলে রিয়ান বাবু কখন পানিতে তলিয়ে যায় তা খেয়াল করেনি। অনেকক্ষণ পর রিয়ানের লাশ পানিতে ভাসতে দেখে বড় ভাই রিয়াদ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। চামরুল ইউপি চেয়ারম্যান শাজাহান আলী পানিতে ডুবে শিশু রিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৭:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৮ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD