দুপচাঁচিয়ায় পানিতে পড়ে আবু তালহা(দেড় বছর) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত তালহা দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর মহল্লার আব্দুল সামাদ ছোট ছেলে। ২৪আগস্ট বুধবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনারদিন সকাল ১০টায় তালহাকে নিয়ে তার মা শুয়ে পড়েন। তালহার মা ঘুমিয়ে পড়ায় তালহা মায়ের পাশ থেকে উঠে সকলের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে গিয়ে পড়ে যায়। কিছুক্ষন পর মা ঘুম থেকে জেগে দেখেন ছেলে তার পাশে নেই। তখন তালহাকে সকলে মিলে খোঁখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় পৌর কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক পানিতে পড়ে আবু তালহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৮:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৪ আগস্ট ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | Dupchanchia Correspondent