বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে প্রতিপক্ষের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে এক ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী অফিসের কাপড় চুরি ও চারটি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত ২৮ডিসেম্বর মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গুনাহার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ভাটাহার গ্রামে ও ৩নং ওয়ার্ডের হাপুনিয়া মোসলিম বাজারে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ্ মোঃ আব্দুল খালেকের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিসে ঘটনার দিন রাতে প্রতিপক্ষরা আগুন লাগিয়ে দেয়। এ ছাড়াও ৭নং ওয়ার্ডের ভাটাহার গ্রামে ইউপি সদস্য প্রার্থী ওয়াসিম আলী তালুকদার বুলুর মোরগ প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিসের কাপর চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপর দিকে একই দিন রাতে ওই গ্রামের কেরামত আলীর প্রায় ১০বিঘা জমির খড়ের পালা ও লোকমান আলীর চার বিঘা জমির খড়ের পালায় আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ আগুন লাগার ঘটনায় কেরামত আলীর প্রায় ২৫হাজার টাকা ও লোকমান আলীর প্রায় ১০হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তাঁরা।
এ ব্যাপারে গুনাহার ইউনিয়নের আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ্ মোঃ আব্দুল খালেক বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ জামায়াত ইসলামী ও ছাত্র শিবির জনগণের মাঝে ভীতি ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে আমার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। এ ঘটনায় আমি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন জানান, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আগামী ৫জানুয়ারি দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদ সহ ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Posted ৭:০৩ অপরাহ্ণ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura