বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৫জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামীলীগ ইতিমধ্যেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন। এঁরা হলে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিপন, চামরুল ইউনিনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন, দুপচাঁচিয়া সদর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাখের সেন্টু, গুনাহার ইউনিয়নে জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বর্তমান চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক ও গোবিন্দপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মঞ্জু।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ০৭ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ৯ডিসেম্বর যাচাই-বাছাই, ১৫ডিসেম্বর প্রত্যাহার, ১৭ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ৫জানুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক আলোকিত বগুড়ার প্রতিবেদককে জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করা হয়েছে। এ সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্রার্থী নির্বাচনের জন্য জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীদের নাম পাঠানো হয়েছিল। সেই মোতাবেক কেন্দ্র সার্বিক দিক বিবেচনা করে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছেন।
Posted ৮:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura