বগুড়া থেকে প্রকাশিত দৈনিক জয়যুগান্তর পত্রিকা ৩য় বৎসরে পর্দাপন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধির আয়োজনে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়েছে।
১লা জানোয়ারি শনিবার সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম মুক্তাদির সবুজের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বনিক কমিটির সভাপতি আলহাজ্ব সামছুদ্দিন আহমেদ, ব্যবসায়ী আলহাজ্ব আলাউদ্দিন, রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি আখতারুজ্জামান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম,ডি শিমুল, সদস্য আজিজুল হক, খাইরুল ইসলাম দেওয়ান প্রমুখ। শেষে অতিথিবৃন্দ ৩য় বৎসরে পর্দাপনের কেক কাটেন।
Posted ৮:২৩ অপরাহ্ণ | শনিবার, ০১ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura