দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক এসএম কায়কোবাদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, উপজেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আনারুল হক তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীন প্রমুখ।
এদিন উপজেলার ৮৭জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১’শ ৫বান্ডিল ঢেউটিন ও ৩লাখ ১৫হাজার টাকার চেক বিতরণ করা হয়।
Posted ১০:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD