দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় সিত্রাং এর মোকাবেলায় দুর্যোগের আগাম প্রস্তুতির জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫শে অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও এমপির প্রতিনিধি এসএম সাহিদ, থানার প্রতিনিধি এসআই শাহজাহান আলী, দুপচাঁচিয়া পৌর মেয়রের প্রতিনিধি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাহজাহান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের ফায়ার ফাইটার সোহেল রানা প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Posted ৬:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
Alokito Bogura। Online Newspaper | Dupchanchia Correspondent