“পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ১৬ই ফেব্রয়ারি বুধবার সকালে প্রাণি সম্পদ দপ্তর চত্বরে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন পারভীন এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেনের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার নবাগত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, খামারী আব্দুর রশিদ মঞ্জু, ওয়াহেদ আলী প্রমুখ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আশরাফুল আরেফীন, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, ভেটেরিনারি সার্জন আবু হেনা মো. মোর্শেদই ইলাহী রিয়েল সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও খামারীগণ উপস্থিত ছিলেন।
বিকেলে এক পুরস্কার বিতরনী সভা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মোঃ হাসনাত। শেষে প্রধান অতিথি ৪টি ক্যাটাগরিতে ১২জন খামারীর মাঝে সনদ, ক্রেস্ট, অর্থের চেক সহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল খামারীদের শুভেচ্ছা পুরস্কার প্রদান করেন। প্রদর্শনীতে ৫০টি স্টল অংশ নেয়।
Posted ৮:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura