দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৯নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।
উদ্বোধন শেষে মেলায় অবস্থিত স্টগুলো পরিদর্শন করেন এবং বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনী সম্পর্কে ধারনা করেন। মেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উন্মুক্ত ৩টি ক্যাটাগরিতে মোট ২২টি স্টল ডিজিটাল উদ্ভাবনী অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে বিকেলে পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, সহকারী কমিশনার(ভূমি) রুপম দাস, পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,ব্যাংক-বীমা কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা।
শেষে মেলায় অংশগ্রহণকারী ৩টি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের ৯টি ও সেরা স্টলের ৩টি মোট ১২টি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Posted ৯:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | Dupchanchia Correspondent