দুপচাঁচিয়া থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা আজ মঙ্গলবার বিকালে থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সেবা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির, সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মোঃ হাসনাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ।
ইফতার পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
Posted ৯:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD