দুপচাঁচিয়া থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী সহ চার জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ৬০গ্রাম গাঁজা সহ উপজেলা পাচোঁষা দিঘীরপাড় গ্রামের মৃত খয়বর আলী মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল(৪৫), ৫৪গ্রাম গাঁজা সহ দুপচাঁচিয়া পালপাড়া মহল্লার তনু দাসের ছেলে তনয় দাস(২৬), ওয়ারেন্টমূলে দুপচাঁচিয়া কু-পাড়ার আব্দুর রহিমের ছেলে নজরুল ইসলাম।
এছাড়াও শনিবার সকালে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী ইউপি সদস্য সাইদুল ইসলাম(৪২) কে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সাইদুল উপজেলার নলঘড়িয়া গ্রামের খয়ের আলী ফকিরের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে, ওয়ারেন্টের আসামী এবং ধর্ষণ ও অপহরণ মামলার আসামীকে গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৮:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১৯ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD