দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার উদ্যোগে ও গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্প-২ এর অর্থায়নে রাস্তা কার্পেটিং করণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে তালোড়া মুন্সিপাড়া ঈদগাহ মাঠ হতে শল্যার রাস্তা পর্যন্ত, গয়াবান্ধা মেইন রোড হতে নাগর নদের বাঁধ পর্যন্ত, ভেলুরচক, চেয়ারম্যানপাড়া, মুক্তাগাছা মহল্লার রাস্তা সহ নাগর নদের বাঁধ হতে ঈদগাহ মাঠ পর্যন্ত ১হাজার ১’শ ১০মিটার রাস্তার কার্পেটিং করণ কাজের উদ্বোধন করেন তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী(ভারপ্রাপ্ত) কেএম রবিউল ইসলাম, থানার এএসআই কমল চন্দ্র বর্মন, পৌর কাউন্সিলর শরিফুল আলম স্বাধীন, আ’লীগ নেতা শফিউল আলম নয়ন, পৌরসভার কার্যসহকারী অপূর্ব সাহা, ঠিকাদারের প্রতিনিধি মেহেদী হাসান রাজীব, পৌরবাসী ফিরোজ মাহমুদ শাহীন প্রমুখ। আব্দুল জলিল নামের ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় ৬০লক্ষ টাকা ব্যয়ে এ কার্পেটিং করণ কাজ বাস্তবায়ন করছেন।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৫ এপ্রিল ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD