দুপচাঁচিয়া-ক্ষেতলাল রাস্তার কাথহালী নামকস্থানে ১৪ই নভেম্বর রবিবার দুপুরে ব্যাটারি চালিত ভ্যানের এক্সেল ভেঙে চাকা দুমড়ে রাস্তার উপর উল্টে গেলে বিপরীতগামী মিনিট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রসহ অটোভ্যানচালক নিহত হয়েছেন। নিহত স্কুল ছাত্র উপজেলার কোলগ্রামের জাহাঙ্গির হোসেনের ছেলে জাহিদ হাসান সাগর(১৫)সে কোলগ্রাম উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং নিহত ভ্যানচালক একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আশিকুর রহমান আশিক(২০)।
এ দুর্ঘটনায় আহত বাকি দুই জন হলেন শিক্ষার্থী শ্রাবন(১৯) ও যাত্রী মোস্তফা কামাল(৫৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে তিনজন যাত্রী কোলগ্রাম থেকে ব্যাটারি চালিত অটোভ্যানে করে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। রাস্তার কাথহালী নামকস্থানে ভ্যানের এক্সেল ভেঙে চাকা দুমড়ে রাস্তার উপর উল্টে যায়। এসময় বিপরীতগামী একটি মিনি ট্রাকের নিচে যাত্রীরা চাপা পড়েন। ভ্যানচালকসহ তিনজন যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্যে তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জাহিদ হাসান সাগর ও ভ্যানচালক আশিকুর রহমান আশিক বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া হাসপাতালে মারা যান।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী, সরক দুর্ঘটনায়ূ সাগর ও আশিক মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৮:৫১ অপরাহ্ণ | রবিবার, ১৪ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD